Premium Payment
There are several ways our valued policy holders can pay their premium. |
বাংলা |
|
Instructions |
Remarks |
Branch office
|
- At any of our 10 Customer Service Center countrywide.
- At 250+ zonal offices of Meghna Life Insurance countrywide.
- Head Office
|
Policy Holder will receive a computer generated receipt (PR). Preserve PR copy until the Adjustment Receipt (OR) is received from Head Office. If mobile number is provided, SMS will be sent from MEGHNALIFE after issuing both PR and OR.
|
Bank Deposit
|
Policy holder can also depost their premium directly at Meghna Life Insurance bank account at any branchs of Pubali Bank, Trust Bank, Mercantile Bank or SouthEast Bank. Please write you Policy number on the paying slip.
The respective account number is given below:
Pubali Bank |
- Ekok Bima (AC# 1796102000178)
- Islami Bima (AC# 3555102001503)
- Loko Bima (AC# 3555102001032)
|
Trust Bank |
- Ekok Bima (AC# 00170320001324)
- Islami Bima (AC# 00170320001342)
- Loko Bima (AC# 00170320001333)
|
Mercantile Bank |
- Ekok Bima (AC# 011913100000669)
- Islami Bima (AC# 011913100000675)
- Loko Bima (AC# 011913100000715)
|
South East Bank |
- Ekok Bima (AC# 002713100001122)
- Islami Bima (AC# 002713100001124)
- Loko Bima (AC# 002713100001123)
|
|
Policy holder needs to preserve the Bank paying slip until the Adjustment Receipt (OR) is received Head Office.If mobile number is provided, SMS will be sent sent from MEGHNALIFE after issuing OR.
|
Mobile Banking
|
Rocket (Dutch-Bangla Bank)::
- Dial *322#
- Select option 1 (Payment)
- Select option 1 (Bill Pay)
- Select option 1 (Self) or option 2 (Agent)
- Write 107 in the "Biller ID" box
- Write Policy number (without hyphen) in the "Bill No." box
- Write the premium amount
- Enter the PIN for you mobile bank account.
TeleCash (South East Bank)::
- Dial *206#
- Select option 5 (CMS Payment)
- Write 222 in the "Merchant ID" box
- Write Policy number (without hyphen) in "Merchant Ref. No."
- Write policy holder's mobile number
- Write the premium amount
- Enter the PIN for your mobile bank account
TCash (Trust Bank)::
- Send a SMS as the follwing format to 03590016201
TrustMM [space] MLIC [space] Policy Number [space] Amount [space] PIN [space] Mobile No
|
After successful payment, policy holder will receive a SMS with TrxID from the respective Bank. Policy holder needs to preserve the SMS with TrxID number until Adjustment Receipt (OR) is received from Head Office. SMS will be sent from MEGHNALIFE after issuing OR.
|
Online (with Service Charge)
|
- Visit www.meghnalife.com
- Click "Pay Premium Online"
- Write Policy Number (with hyphen, as written on Policy Document)
- Input Date of birth (as on Policy Docuent)
- Click "Continue"
- Write mobile number (For OneTimePassword(OTP) code via SMS)
- Write email address (For OneTimePassword(OTP) code via Email)
- Click "Sent OTP"
- Check SMS/Email for the OTP code.
- Write the OTP code in "Verification Code" box.
- Click "Verify and Continue"
- Click "Pay Now!"
- Choose the Method you want to pay with (service charge will be added)
- Click "Pay Now"
- Follow the instruction step by step on screen.
|
After successful payment, policy holder will receive a receipt number (PR) on the webpage. A SMS and email with the PR number will also be sent. Policy holder needs to preserve the PR number until Adjustment Receipt (OR) is received from Head Office. SMS will be sent from MEGHNALIFE after issuing OR.
|
** Please note: Meghna Life will send SMS only using MEGHNALIFE masking. Please verity with us if you receive SMS sent from any number other than MEGHNALIFE.
|
পদ্ধতি |
মন্তব্য |
ব্রাঞ্চ অফিস
|
- সমগ্র বাংলাদেশে আমাদের ১০টি কাস্টমার সার্ভিস সেন্টারসমূহে।
- সমগ্র বাংলাদেশে ২৫০ এর বেশী জোনাল অফিসে।
- সরাসরি প্রধান কার্যালয়ে।
|
প্রিমিয়াম জমার পরে কম্পিউটার হতে প্রিন্ট করা রশিদ (পিআর) প্রদান করা হবে। MEGHNALIFE হতে একটি এসএমএস এর মাধ্যমে তা নিশ্চিত করা হবে। পলিসি সমন্বয় হবার পর (ওআর ইস্যুর পর) MEGHNALIFE হতে আরো একটি একটি এসএমএস প্রদান করা হবে।
|
সরাসরি ব্যাংক একাউন্টে
|
পলিসি গ্রাহকগণ তাদের প্রিমিয়াম পূবালী, ট্রাস্ট, মার্কেন্টাইল এবং সাউথইস্ট ব্যাংকের যে কোন শাখা হতে সরাসরি মেঘনা লাইফের ব্যাংক একাউন্টে জমা করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকের জমা স্লিপে অবশ্যই পলিসি নম্বরটি উল্লেখ করতে হবে।
মেঘনা লাইফের একাউন্ট নম্বরগুলো নিম্নে উল্লেখ করা হলো:
পূবালী ব্যাংক |
- একক বীমা (AC# 1796102000178)
- ইসলামী বীমা (AC# 3555102001503)
- লোকবীমা (AC# 3555102001032)
|
ট্রাস্ট ব্যাংক |
- একক বীমা (AC# 00170320001324)
- ইসলামী বীমা (AC# 00170320001342)
- লোকবীমা (AC# 00170320001333)
|
মার্কেন্টাইল ব্যাংক |
- একক বীমা (AC# 011913100000669)
- ইসলামী বীমা (AC# 011913100000675)
- লোকবীমা (AC# 011913100000715)
|
সাউথইস্ট ব্যাংক |
- একক বীমা (AC# 002713100001122)
- ইসলামী বীমা (AC# 002713100001124)
- লোকবীমা (AC# 002713100001123)
|
|
প্রধান কার্যালয় হতে সমন্বয় রশিদ (ওআর) না পাওয়া পর্যন্ত ব্যাংকের জমা রশিদটি সংরক্ষণ করুন। ওআর হবার সাথে সাথে পলিসিতে প্রদানকৃত মোবাইলে MEGHNALIFE হতে একটি এসএমএস প্রদান করা হবে।
|
মোবাইল ব্যাংকিং
|
রকেট (ডাচ-বাংলা ব্যাংক)::
- *322# ডায়াল করুন
- 1 (Payment) অপশন বাছাই করুন।
- 1 (Bill Pay) অপশন বাছাই করুন
- 1 (Self) নিজের একাউন্ট অথবা 2 (Agent) এজেন্ট একাউন্ট বাছাই করুন
- "Biller ID" বক্সে 107 লিখুন
- "Bill No." বক্সে পলিসি নম্বরটি (কোন হাইফেন "-" দিবেন না) লিখুন
- "Amount" বক্সে প্রিমিয়াম এর পরিমান লিখুন।
- আপনার মোবাইল একাউন্টের PIN নম্বরটি লিখুন।
টেলিক্যাশ (সাউথইস্ট ব্যাংক)::
- *206# ডায়াল করুন
- 5 (CMS Payment) অপশন বাছাই করুন।
- "Merchant ID" বক্সে 222 লিখুন।
- "Merchant Ref. No." বক্সে পলিসি নম্বরটি (কোন হাইফেন "-" দিবেন না) লিখুন।
- পলিসি গ্রাহকের মোবাইল নম্বরটি লিখুন।
- প্রিমিয়াম এর পরিমান লিখুন।
- আপনার মোবাইল একাউন্টের PIN নম্বরটি লিখুন।
টিক্যাশ (ট্রাস্ট ব্যাংক)::
- নিচের ফরমেট অনুযায়ী একটি এসএমএস করুন এই নম্বরে -> 03590016201
TrustMM [space] MLIC [space] Policy Number [space] Amount [space] PIN [space] Mobile No
|
পেমেন্ট প্রক্রিয়া সফল হলে সংশ্লিষ্ট ব্যাংক ট্রানজেকশন আইডিসহ একটি এসএমএস গ্রাহককে দিবেন। প্রিমিয়াম সমন্বয় (ওআর ইস্যু) হবার আগ পর্যন্ত উক্ত আইডি নম্বরটি সংরক্ষণ করতে হবে। ওআর হবার সাথে সাথে পলিসিতে প্রদানকৃত মোবাইলে MEGHNALIFE হতে একটি এসএমএস প্রদান করা হবে।
|
অনলাইনের মাধ্যমে (সার্ভিস চার্জ প্রযোজ্য)
|
- www.meghnalife.com এ ভিজিট করুন।
- "Pay Premium Online" এ ক্লিক করুন।
- আপনার পলিসি নম্বরটি লিখুন (হাইফেন "-" সহ দলিলে যেভাবে লেখা আছে)
- আপনার জন্ম তারিখ লিখুন (দলিলে যে তারিখ দেয়া আছে)
- "Continue" ক্লিক করুন
- মোবাইল নম্বর লিখুন (OneTimePassword(OTP) কোড এসএমএস এর জন্য)
- ইমেইল ঠিকানা লিখুন (OneTimePassword(OTP) কোড এর জন্য)
- "Sent OTP" ক্লিক করুন
- এসএমএস/ইমেইল চেক করে কোডটি দেখুন।
- "Verification Code" বক্সে কোডটি লিখুন।
- "Verify and Continue" ক্লিক করুন।
- "Pay Now!" ক্লিক করুন।
- যে মাধ্যমে পেমেন্ট করতে চান তা ক্লিক করুন (সার্ভিস চার্জ যোগ হয়ে যাবে)
- "Pay Now" ক্লিক করুন
- পরবর্তী স্ক্রিনে প্রদর্শিত পদ্ধতি অনুসরন করু।
- পিআর নম্বরটি লিখে রাখুন।
|
সঠিকভাবে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে, গ্রাহক ওয়েপ পেজে একটি জমা রশিদ নম্বর (পিআর নম্বর) পাবেন। এছাড়া এসএমএস এবং ইমেইলের মাধ্যমেও গ্রাহককে নম্বরটি জানানো হবে। প্রিমিয়াম সমন্বয় (ওআর ইস্যু) হবার আগ পর্যন্ত পিআর নম্বরটি সংরক্ষণ করতে হবে। ওআর হবার সাথে সাথে পলিসিতে প্রদানকৃত মোবাইলে MEGHNALIFE হতে একটি এসএমএস প্রদান করা হবে।
|
** মেঘনা লাইফ হতে প্রেরিত সকল এসএমএস MEGHNALIFE মাস্কিং হতে প্রেরণ করা হবে। অন্য কোন নম্বর হতে এসএমএস আসলে তা দয়া করে নিশ্চিত হয়ে নিবেন।